• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুশফিকদের যা বললেন ডু প্লেসিস

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৩:৫৩
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় এবার ইনিংস পরাজয়ের মুখ দেখলো মুশফিকবাহিনী। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বেহাল দশা ছিল বাংলাদেশের। দুই টেস্টে যা ছিল চোখে পড়ার মতো। সেই বেহাল দশায় দ্বিতীয় টেস্টে বরণ করতে হয়েছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা। যার পেছনে ছিল শর্ট বলের অস্বস্তি। আর এই শর্ট বলের ভয়টাকেই কাটিয়ে উঠতে বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।  তিনি বললেন, ‘সহজ ভাষায় বাউন্স খেলাটা এখানে অস্বস্তিকর। তাই শর্ট বলের ভয়টাকে কাটিয়ে উঠতে হবে ওদের। আর পরিকল্পনা যাদি থাকে, যে কীভাবে এর মুখোমুখি হবেন, তাহলে আরও ভালো করা যাবে।’

শুক্রবার শুরু হওয়া ব্লুমফন্টেইনের এ ম্যাচে টস জিতে আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা হেসেখেলে রান করেন। স্কোরবোর্ডে ৫৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ৪২.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় মুশফিকবাহিনী। যথারীতি ফলোঅনের লজ্জায় পড়ে টাইগাররা।

রবিবার ব্লুমফন্টেইনে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। যাতে ইনিংসে হারের ব্যবধান দাঁড়ায় ২৫৪ রান। ফলে দুই দিন আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। সেই স্বাগতিক দলের অধিনায়কই জানালেন আশা করেছিলেন আরও প্রতিদ্বন্দ্বিতা, ‘গত এক দুই বছরে ওদের খেলা দেখলে দেখবেন ওরা কিন্তু ভালো মানের টেস্ট দল। তাই আমি আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। ওদের সিরিজ জেতার আশা হয়ত করিনি। কিন্তু মনে করেছিলাম কয়েক সেশন হয়তো ওরা আমাদের চাপে রাখবে। কারণ ওদের সেই দক্ষতা রয়েছে।’

শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের বোলিং বিভাগ নিয়েও বিশ্লেষণ করেন প্রোটিয়া অধিনায়ক। জানালেন প্রোটিয়া কন্ডিশনে পেস আক্রমণে কর্মক্ষতা কম ছিল বাংলাদেশের। কারণ এখানে যেই ধার প্রয়োজন সেটা ছিল না সফরকারী বোলারদের। একই সঙ্গে উচ্চতাকেও ত্রুটি হিসেবে দেখছেন তিনি , ‘বাংলাদেশের কিন্তু লম্বা বোলার নেই। এই কন্ডিশনে খেলতে হলে লম্বা বোলার প্রয়োজন। যারা প্রয়োজনে বাউন্স করাতে পারে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া যেখানেই খেলেন প্রয়োজন গতি ও বাউন্স।’

সর্বাধিক পঠিত