পাকিস্তানের পাল্টা জবাবে বিপদে শ্রীলঙ্কা
আবুধাবি টেস্টের মতো দুবাইতেও স্পিনারদের কাছে তটস্থ পাকিস্তানের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার ৪৮২ রানের জবাবে প্রথম ইনিংসে তারা অলআউট ২৬২ রানে। লঙ্কানরা ২২০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে। কিন্তু দ্রুত উইকেট হারিয়েছে তারা, ৫ উইকেটে ৩৪ রানে দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। অবশ্য ২৫৪ রানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই।
প্রথম ইনিংসে ২২০ রানের বিশাল লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উল্টো বিপদে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। মাত্র ৩৪ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে এগিয়ে তারা ২৫৪ রানে।
দিমুথ করুণারত্নের ১৯৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে লংকান বোলিং তোপে ২৬২ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
তবে স্বাগতিকদের ফলোঅনে না ফেলে লিডকে বড় করতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তবে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। মোহাম্মদ আমিরের অনুপস্থিতিতে জ্বলে ওঠেন অন্যরা। সিলভাকে ফিরিয়ে শুরুটা করেন মোহাম্মদ আব্বাস। মাঝে করুনারত্নে, সামারাবিক্রমা ও চান্দিমালকে ফেরান ওয়াহাব রিয়াজ। আর নাইটওয়াচম্যান সুরঙ্গা লাকমলকে ফেরান ইয়াসির।