• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নাক ভেঙে ঢাকায় ফিরছেন সাইফ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১৩:০৬
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

'এ' দলের হয়ে মাঠে নামার আগেই মিশন শেষ হয়ে গেছে যুবা অধিনায়ক সাইফ হাসানের। ফিল্ডিং অনুশীলন করার সময় নাকে আঘাত পেয়েছেন এই ওপেনার। আজ (সোমবার) সকালে সিলেট থেকে ঢাকায় ফিরে আসছেন সাইফ। তবে সাইফের বিকল্প এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন দলের ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘বিকেলে (রোববার) ফিল্ডিং অনুশীলনের সময় বল ধরতে গিয়ে আল-আমিনের (জুনিয়র) সঙ্গে ধাক্কা লেগে নাকে মারাত্মক আঘাত পেয়েছে সাইফ। এক্স-রে করার পর চিড় ধরা পড়েছে। সোমবার সকালে ঢাকা ফিরে যাচ্ছে সে। ওর বিকল্প নিয়ে আমরা ভাবছি।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’ দলের মাঠের লড়াই। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে। এই ফরম্যাটের ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। চোটের কারণে ওয়ানডে সিরিজেও সাইফের খেলা অনিশ্চিত।

সিলেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে আর ঢাকায় ফেরেননি ‘এ’ দলে ডাক পাওয়া সাইফ হাসান ও নাঈম হাসান। রোববার ঢাকা থেকে রওনা হয়ে দলে যোগ দেন আসন্ন সিরিজে ‘এ’ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন লিখন, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম ও জাকির হাসান। দলবদ্ধ হয়ে বিকেলে অনুশীলন করেন তারা। সিরিজ শুরুর আগে প্রথমবারের মতো অনুশীলন করেছে সফরকারী আয়ারল্যান্ড এ দলও।

সর্বাধিক পঠিত