• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অপ্রতিরোধ্য জার্মানির রেকর্ড

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১০:৫৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বিশ্বকাপে খেলতে আর্জেন্টিনার খোঁড়ানোর বছরে রেকর্ড গড়েই রাশিয়া যাচ্ছে জোয়াকিম লো’র জার্মানি। ইউরোপের বাছাই পর্বের ইতিহাসে তাদের মতো গোলব্যধান আজ পর্যন্ত কোনো দল গড়তে পারেনি। গ্রুপ ‘সি’তে তাদের গোলব্যবধ্যান +৩৯।

শুধু তাই নয় শেষ ম্যাচে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়ে ইউরোপের দ্বিতীয় দল হিসেবে বাছাই পর্বে শতভাগ জয়ের কীর্তি গড়েছে তারা। স্পেনেরও এই রেকর্ড আছে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা আগে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় শেষ ম্যাচ (দশম) খেলতে নেমেছিল অনেকটা নির্ভার হয়ে। আর তাতেই ৫ গোলের ঝড়।

গোটা বাছাইপর্বে জার্মানি গোল করেছে ৪৩টি। নিজেরা খেয়েছে মাত্র চারটি, তাতে গোলব্যবধান +৩৯। ১৯৯৮ সালে রোমানিয়া সর্বোচ্চ গোলব্যবধানের নজির গড়েছিল। তাদের ছিল +৩৩।

একই দিন বিশ্বকাপ নিশ্চিত করেছে পোল্যান্ড। তাদের ‘ড্র’ দরকার ছিল। কিন্তু শেষ রাউন্ডে মন্টিনেগ্রোকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দলটি।

স্লোভেনিয়ার বিপক্ষে ২-২ গোলে ‘ড্র’ করায় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেছে স্কটল্যান্ডের। এই ম্যাচে জয় পেলে প্লেঅফ খেলার সুযোগ পেত দলটি।

সর্বাধিক পঠিত