• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১০১ বছর বয়সে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ জয়

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১০:২৮ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১০:৩১
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

'কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি' বাংলা গানটা নিশ্চয়ই মনে আছে। তবে এই ঠাকুমার বয়স আশি বছরের নয়, শতায়ু তিনি। ১০১ বছরের ঠাকুমা কিন্তু এখনও জিমে যান, খাবার খান অন্যান্য অ্যাথলেটদের মতো।

জানলে অবাক হবেই চণ্ডীগড়ের এই বৃদ্ধা ওয়ার্ল্ড মাস্টার গেমের বিজেতা। বৃদ্ধার নাম মান কৌর। সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছেন ঠাকুমা। একটি প্রতিযোগিতায় যাওয়ার অংশ গ্রহণ করার জন্য তাকে ভিসা দিতে চাইছিল না চীন।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তিনি আনন্দ পাল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ১০১ বছরের মান কৌর। ১০১ বছরের মান কৌর। তার ছেলে গুরদেব সিং জানিয়েছে, বর্তমান অ্যাথেলিটদের মতোই খাবার খান তার মা। তার ডায়েট চার্টে থাকে রুটি, সোয়া মিল্ক, ফলের সরবত ও কানাডা থেকে আসা বিশেষ ধরনের দুধ।

মায়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে মন কৌরের ছেলে জানিয়েছেন, সম্প্রতি ওয়ার্ল্ড মাস্টার গেমে নিউজিল্যান্ডে যোগ দিতে গিয়ে তিনি দেখতে পেয়েছিলেন তার মা কতটা বিখ্যাত। প্রতিযোগিতায় সোনার মেডেল জয়ের পরে নিউজিল্যান্ড সরকার তাদের বিশেষ প্রাতঃরাশে ডেকেছিল।

সর্বাধিক পঠিত