• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলবে ব্রাজিল!

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ২২:৩০ | আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২২:৩২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

সময় বড়ই নিষ্ঠুর। কখন, কার সঙ্গে, কীভাবে খেলা করে সেটা বোঝা মুশকিল। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত-ফুটবলাররা সব সময় একে অপরের বিপরীতে অবস্থান করেন। কথা বা মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয়। আর্জেন্টাইন সমর্থকরা কখনই ব্রাজিলের জয় কামনা করেন না। তবে এবারের চিত্রটা ভিন্ন। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা কায়মনোবাক্যে ব্রাজিলের জয় কামনা করছেন! সত্যিই তাই। যেকোনো মূল্যেই ব্রাজিলের জয় চান আকাশী-সাদার ভক্তরা। কারণ বাছাইপর্বের শেষ ম্যাচে ব্রাজিল যদি চিলিকে হারাতে পারে তাইলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাটা উজ্জ্বল হবে আর্জেন্টিনার। 

বিশ্বকাপের বাছাইপর্বে একেবারে খাদের কিনারে আর্জেন্টিনা। এর চেয়ে বড় কথা ফুটবল দেবতা মেসিদের এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে বিশ্বকাপের টিকিট কাটতে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে চিরপ্রতিপক্ষ ব্রাজিলের দিকে। শেষ ম্যাচে কোনোক্রমে চিলি যদি ব্রাজিলকে হারাতে পারে তাহলেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন মেসি-দিবালারা।

কেবল ব্রাজিলকে জিতলেই চলবে না, শেষ ম্যাচে জয় পেতে হবে মেসিদেরও। এর কোনো একটি সমীকরণ যদি উল্টে যায় তাহলে বেশ বাজেভাবে ঝুলে পড়বে আর্জেন্টিনার ভাগ্য। 

সুডোকুর চেয়েও বেশি রহস্যময় হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের চিত্রটা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এই অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল ব্রাজিলই নিশ্চিত। বাকি চারটি দলের অপেক্ষা করছে শেষ ম্যাচের ফলাফলের ওপর। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। শেষ ম্যাচে বলিভিয়ার সঙ্গে ড্র করলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবেন সুয়ারেজ-কাভানিরা। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। বলিভিয়াকে হারাতে কষ্ট হওয়ার কথা নয় উরুগুয়ের। সেই হিসেবে তাদের বিশ্বকাপ প্রায় নিশ্চিত। 

তৃতীয় স্থানে থাকা চিলির সামনে মহাবিপদ। শেষ ম্যাচে দেশটির প্রতিপক্ষ ব্রাজিল। এই ম্যাচে যেকোনো মূল্যে জয় চাই সানচেজদের। চিলি জিতলেই ঝুলে যাবে আর্জেন্টিনার ভাগ্য। কারণ সেক্ষেত্রে বাদ পড়ে যেতে পারেন মেসিরা। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা পেরু ও কলম্বিয়ার ম্যাচটিও আর্জেন্টিনার জন্য মাথাব্যথার কারণ। নিজেদের ম্যাচে আর্জেন্টিনা যদি জিতেও সেক্ষেত্রে সমস্যা্ রয়েই যাবে। কলম্বিয়া পেরুকে হারাতে পারলে জিতলে চতুর্থ দল হিসেবে প্লে অফে খেলবে জেমস রদ্রিগেজরা। 

আর্জেন্টাইন মিডিয়ায় কথা উঠেছে, শেষ ম্যাচটা হেরে আর্জেন্টিনার বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দিতে চায় ব্রাজিল। তবে ব্রাজিলকে ১৯৭০ সালে বিশ্বকাপ জেতানো তোস্টাও বললেন ভিন্ন কথা। এই কিংবদন্তি ফুটবলার বলেন, ব্রাজিল তো চিলির বিপক্ষে হারবেই না, উল্টো তাদের বিশ্বকাপের টিকিটটাও এনে দেবে নেইমাররা। ব্রাজিলের আঁতাত করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন চিলির তারকা ফুটবলার ক্লদিও ব্রাভো। তিনি বলেন, ব্রাজিলকে হারানোর মতো যথেষ্ট মানসম্পন্ন ফুটবলার আমাদের আছে।

সর্বাধিক পঠিত