• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নেদারল্যান্ডসের ভাগ্যে কী আছে

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৮:০৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

নেদারল্যান্ডসকে ছাড়াই এবার হয়তো বিশ্বকাপ দেখবে ফুটবল প্রেমিরা। বেলরুশের বিরুদ্ধে ৩-১ জয় পেলেও শেষ ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ৭-০ জিততে হবে ডাচদের। যা শুধু কঠিনই নয় এককথায় অসম্ভব।

শনিবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বেলারুশকে হারালেও গ্রুপের অন্য দুই দল ফ্রান্স ও সুইডেন জিতে যাওয়ায় বিপাকে ডাচরা। বিশেষ করে লুক্সেমবার্গকে ৮-০ উড়িয়ে দিয়েছে সুইডেন। তাই শেষ ম্যাচে অসম্ভব একটা কাজ অপেক্ষা করছে রবেনদের জন্য। অন্যদিকে, নেদারল্যান্ডস যদি যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে রবেন-ভ্যান পার্সি-স্নাইডার যুগের সমাপ্তি ঘটবে এখানেই।

তবে আশার কথা হলো, ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।

সর্বাধিক পঠিত