• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

টি-টোয়েন্টিতেও ভারতের জয়

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৭, ১৪:১৫
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বৃষ্টির কারণে খেলাটা হবে কি না, তা নিয়েই সংশয় ছিল অনেকক্ষণ। তবে বৃষ্টির বাধার পর শেষ পর্যন্ত খেলাটা সমাপ্ত হওয়ায় নিশ্চিতভাবেই খুশি হয়েছেন ভারতের সমর্থকরা। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভারতের শুরুটা হয়েছে দাপুটেভাবে। রাঁচিতে প্রথম ম্যাচে ভারত জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ১১৮ রান। ৪২ রানের ইনিংস খেলে প্রায় একাই লড়েছেন অ্যারন ফিঞ্চ। ১৭ রানের দুটি ইনিংস এসেছে গ্লেন ম্যাক্সওয়েল ও টিম পাইনের ব্যাট থেকে। ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করার পরপরই আসে বৃষ্টির বাধা। শেষপর্যন্ত তাই ২০ ওভার ব্যাটও করা হয়নি অস্ট্রেলিয়ার।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বৃষ্টি থামলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান। দ্বিতীয় ওভারে ওপেনার রোহিত শর্মার উইকেট হারিয়ে শুরুটা ভালো না হলেও অস্ট্রেলিয়াকে আর কোনো সুযোগ দেননি শিখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলি। ৫.৩ ওভার ব্যাট করেই ভারত পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। ১৪ বলে ২২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি। ধাওয়ান অপরাজিত ছিলেন ১৫ রান করে। আগামী শনিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সর্বাধিক পঠিত