সেমিফাইনালে নাদাল
চায়না ওপেন টেনিসের সেমিফাইনালে উঠলেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাদাল হারিয়েছেন ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনারকে।
ডায়মন্ড কোর্টে নাদালের শুরুটা ছিল চমৎকার। ৬-৪ গেমে ইসনারকে হারিয়ে শুভ সূচনাই করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নাদাল।
দ্বিতীয় সেটে নাদালকে চেপে ধরেন ইসনার। এতে কিছুটা ভড়কে যান নাদাল। এই সুযোগ সেট জয়ের স্বপ্নই দেখছিলেন ইসনার। কিন্তু ঘুরে দাড়িয়ে ইসনারের স্বপ্ন পূরণ হতে দেননি নাদাল। দ্বিতীয় সেটে টাইব্রেকারে ইসনারকে ৭-৬ (৭/০) গেমে হারিয়ে দিয়ে সেমির টিকিট নিশ্চিত করেন নাদাল।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় সেট চলাকালে হঠাৎ চোখের সমস্যায় পড়েছিলেন নাদাল। এতে বেশ কিছুক্ষণ বন্ধও ছিল খেলা। তবে ম্যাচের পর এ নিয়ে নাদাল বলেন, চোখে কিছু একটা পড়েছিল। হয়তো বলে লেগে থাকা চুল বা অন্য কিছু। কয়েক মূর্হুতের জন্য সমস্যা হয়েছিল চোখে। এখনও চোখে অস্বস্তি বোধ করছি।
সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ তৃতীয় বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ। শেষ আটের ম্যাচে দিমিত্রোভ ৭-৬ (৭/৫), ৪-৬ ও ৬-২ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই স্পেনের রর্বাটো বাতিস্তা আগুতকে।
দিমিত্রোভের বিপক্ষে সেমির ম্যাচ নিয়ে নাদাল বলেন, কোর্টে আমরা একে অপরের প্রতিপক্ষ। দু'জনই কোর্টে নেমে জিততেই চাই। এবারও একে অপরকে হারানোর জন্যই নামব আমরা।