• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাচার হাত ধরে ভাতিজা জাতীয় দলে

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৭, ১৪:২৬
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

ইনজামাম-উল-হক পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল নাম। বর্তমানে তিনি দেশটির জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

এবার কিংবদন্তি এই ক্রিকেটারের হাত ধরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তারই ভাতিজা ইমাম উল-হক।  
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ফিটনেস সমস্যার কারণে এই দলে আজহার আলীর পরিবর্তে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান ইমাম।

চলতি বছর বাংলাদেশেও খেলে গেছেন ইমাম। কক্সবাজারে অনুষ্ঠিত ইমার্জিং নেশনস এশিয়া কাপে অনূর্ধ্ব-২৩ দলের টানা সেঞ্চুরিও করেন তিনি। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সও করে চলেছেন তিনি।

সর্বাধিক পঠিত