ইমরুলের চোট নিয়ে চিন্তায় বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফর যে বাংলাদেশের জন্য কঠিন হবে তা সবারই জানা ছিল। কিন্তু এরই মাঝে টাইগার শিবিরে যে এতগুলো দুঃসংবাদ আসবে তা হয়তো কেউই জানতো না।
সিরিজের প্রথমেই নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। প্রথম টেস্টের পর চোটের কারণে ছিটকে পড়েন তামিম ইকবাল। আর এবার সেই তালিকায় যোগ হলেন ইমরুল কায়েস।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন টাইগার ওপেনার। মোস্তাফিজুর রহমানের ওভার চলছিল তখন। আইডেল মারকরামের ব্যাটে লেগে বল স্লিপের দিকে ছুটে গেল। সেখানে ফিল্ডিং করছিলেন ইমরুল কায়েস। তিনি ডাইভ দিলে বলটি তার একটু সামনে ড্রপ করে হাঁটুতে আঘাত করে। বেশ ব্যথা পান ইমরুল। ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। এই চোটের কারণেই শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরে আর ফিল্ডিংই করতে নামেননি। এখন দেখার বিষয় প্রোটিয়াদের ইনিংস শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে পারেন কি না এই ব্যাটসম্যান। ইমরুল ব্যাটিং করতে না পারলে সেটা বাংলাদেশের জন্য বড় একটা ধাক্কা হবে।
এ ছাড়া দলের প্রধান বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের সঙ্গে পেরে উঠছেন না। শুক্রবার ব্লমফন্টেইনে ৩ উইকেটে ৪২৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১১৩ ও আইডেন মারকরাম ১৪৩ রান করেছেন। হাশিম আমলা ৮৯ ও ফ্যাফ দু প্লেসি ৬২ রান নিয়ে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন।