১৬ বছরের রেকর্ড ভাঙতে হবে মেসিদের
কঠিন গাণিতিক ফ্রেমে বাঁধা পড়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। এই গণিতের ফল মেসিদের পক্ষে নিতে জিততেই হবে ইকুয়েডরের বিপক্ষে। বিশেষত পেরুর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর মেসিদের জন্য বিশ্বকাপ সমীকরণ আরও কঠিন হয়ে গেছে।
সামনের ম্যাচে মেসি, দিবালা, হিগুয়েইনদের শুধু দুর্বল ইকুয়েডরের বিপক্ষেই খেলতে হবে না, খেলতে হবে পরিসংখ্যানের বিপক্ষেও। আর্জেন্টিনার সামনের খেলাটি হবে ইকুয়েডরের মাঠে। যেখানে গত ১৬ বছর ধরে জয়ের কোনো রেকর্ড নেই ম্যারাডোনার দেশের।
সর্বশেষ তারা জয় পেয়েছিল ২০০১ সালে। ওই সময় আকাশি-নীল জার্সিধারীদের দলে হুয়ান সেবাস্তিয়ান ভেরন, হারনান ক্রেসপো ছাড়াও ছিলেন ডিয়েগো সিমিওনে, পাবলো সোরিনের মতো মিডফিল্ডাররা। প্রকৃতপক্ষেই তারা ছিলেন বিশ্বশক্তি।
কিন্তু বর্তমান আর্জেন্টিনা দল যেন কঙ্কালসার হতশ্রী এক দলের উদাহরণ। যদিও কয়েকজন তারকা ফুটবলার রয়েছেন, কিন্তু তারা কাজের কাজ কিছুই করতে পারছেন না।
এই ১৬ বছরে ৪ বার ইকুয়েডরের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এর ২টি হেরেছে ও ২টি ড্র করতে পেরেছেন আকাশি-নীলরা। তবে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে খেলা ৮ ম্যাচের ৩টিতে হেরেছেন তারা।
গত ৪ ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে কোনো গোল আদায় করতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ডরা। ফলে তারা বেশিরভাগ সময়ে বল পায়ে রাখলেও ফিনিশিং করতে পারছেন না। এই দলের পক্ষে ইকুয়েডরকে হারানো কতটা কঠিন হবে তা সহজেই অনুমেয়।