এলগারের হাফ সেঞ্চুরিতে দারুণ শুরু দক্ষিণ আফ্রিকার
পচেফস্ট্রুম টেস্টে বড় জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ব্লুমফন্টেইনে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চায় প্রোটিয়ারা। সে লক্ষ্যে দ্বিতীয় টেস্টের শুরুটাও ভালো করেছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮২/০। ডিন এলগার ৫২ ও এইডেন মার্করাম ৩০ রানে ব্যাট করছেন।
এর আগে দ্বিতীয় টেস্টের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম টেস্টেও টস জিতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। বোলিং আক্রমণের ক্ষেত্রে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দলে এসেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।