• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাস্তির মুখে ধোনি

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৪:২০
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

অতীতে একাধিকবার বাইশ গজে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে আউট করতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে৷ নানা ভাবে ব্যাটসম্যানকে কিছুটা বিভ্রান্ত করে দেওয়ার কৌশল অবলম্বন করেন ধোনি৷ মাঠে সেই কৌশলে একাধিক ব্যাটসম্যানকে মজার রান আউট করেছেন ধোনি৷ কিন্তু এবার অবশ্য আইসিসির নতুন নিয়মে ধোনির এমন কৌশলের প্রতি কঠোর মনোভাব নিতে পারেন আম্পায়ার৷

সম্প্রতি বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটিয়েছে আইসিসি৷ নতুন নিয়মে ভুয়ো ফিল্ডিংয়ের জন্য প্রথমবার প্রতিপক্ষ টিমকে পাঁচ রান পেনাল্টি দেন ফিল্ড আম্পায়াররা৷ জিএলটি ওয়ানডে কাপে কুইন্সল্যান্ড বুলস ও ক্রিকেট অস্ট্রেলিয়া ইলেভেন ম্যাচে ফেক ফিল্ডিংয়ের ঘটনা ঘটে৷ কুইন্সল্যান্ড বুলসের ফিল্ডার লাবাসচ্যানে প্রতিপক্ষ টিমের ব্যাটসম্যান পারাম উপ্পলের শট আটকাতে নাপেরেও বল ছোঁড়ার অ্যাকটিং করেন৷ এরপরই পাঁচ রানে পেনাল্টি দেন আম্পায়ার৷

এমসিসি-র নতুন নিয়মে ৪১.৫ নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে কোনও ফিল্ডার ইচ্ছে করে ব্যাটসম্যাদের বিব্রত করেন তাহলে তা ফেক ফিল্ডিংয়ের আওতায় পড়বে৷ এক্ষেত্রে আম্পায়াররা প্রতিপক্ষ টিমকে ৫ রান পেনাল্টি দেবে৷ সেক্ষেত্রে ধোনির ফিল্ডিং ‘ট্রিকস’ এর ক্ষেত্রে নড়েচড়ে বসতে পারেন আম্পায়াররা৷ ক্রিকেট মাঠে এমন মজার রান আউট করলে কিংবা ফিল্ডিং-এর সময় ব্যাটিং টিমের ক্রিকেটারকে বোকা বানালে সমস্যায় পড়তে পারেন ধোনি৷

সর্বাধিক পঠিত