• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্বকাপের টিকিট পেল ইংল্যান্ড-জার্মানি

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১২:৫৩
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট
রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইংল্যান্ড ও জার্মানি। নিজেদের মাঠে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর নর্দান আয়ারল্যান্ডের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
ঘরের মাঠে ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে স্বাগতিক ইংল্যান্ড। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি।
 
একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। ইউরোপ বাছাইপর্বের প্রাথমিক গ্রুপ রাউন্ডে বাকি আছে মাত্র একটি ম্যাচ। তার পরেই জানা যাবে ইউরোপ থেকে কারা যাবে পরবর্তী ফুটবল বিশ্বকাপে। তবে এক ম্যাচ হাতে রেখেই বাছাইপর্বের বাধা পেরিয়ে গেছে ইংল্যান্ড ও জার্মানি।
 
‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখল করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে অনেকখানিই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। স্লোভেনিয়ার বিপক্ষে জিতলেই সেটা নিশ্চিত হয়ে যেত ১৯৬৬ সালের শিরোপাজয়ীদের। জয় না পেলে অপেক্ষা করতে হতো শেষ ম্যাচ পর্যন্ত। তবে ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষায় রাখেননি ইংলিশ ফুটবলাররা। যদিও জয়টি পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংল্যান্ডকে।
 
ইংল্যান্ড-স্লোভেনিয়া ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতা। দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হবে, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে দারুণ একটি গোল করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন হ্যারি কেইন। এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপ থেকে নয় ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড পেয়ে গেছে রাশিয়া বিশ্বকাপের টিকেট।
 
অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সহজেই ৩-১ গোলের জয় পেয়েছে জার্মানি। নয় ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ইউরোপ থেকে ইংল্যান্ড ও জার্মানি ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। ৮ অক্টোবর বাছাইপর্বের গ্রুপ রাউন্ডে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ইউরোপের দলগুলো।
 
 
 

সর্বাধিক পঠিত