সামরিক বিমানে রোনালদোদের এন্ডোরা যাত্রা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১২:৩২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট
চিরপ্রতিদ্বন্দ্বী মেসির আর্জেন্টিনার মতো দুরবস্থায় নেই ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। হাতে আছে দুই ম্যাচ, সরাসরি বিশ্বকাপে যেতে না পারলেও প্লে-অফ নিশ্চিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। তাই মনে সুখ নিয়েই বিশ্বকাপ বাছাই খেলতে এন্ডোরা যাচ্ছেন তারা। তবে যাত্রীবাহী বিমানে নয়, সামরিক বিমানে চড়ে দেশটিতে যাচ্ছেন পর্তুগালের ফুটবলাররা।
এন্ডোরার বিমান বন্দরের রানওয়েতে তুলনামূলক বড় বিমান অবতরণ করতে না পারায় সামরিক বিমানে চড়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগালের ফুটবলাররা। পর্তুগিজ বিমান বাহিনীর সি-২৯৫’তে যাত্রী ধরে ৬৯ জন। তাছাড়া ছোট রানওয়েতে খুব সহজেই অবতরণ করতে পারে বিমানটি।
ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘বি’তে ৮ ম্যাচ ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দেশ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড।