• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনে বিসিবির প্রস্তাব

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৮:২৭
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনার জন্য ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি পাঠিয়েছে বিসিবি।

এনএসসির পক্ষ থেকে একজন, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একজন, একজন আইনি পরামর্শক ও বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার মিরপুরে বিসিবির সবশেষ বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আশাবাদী বিসিবির প্রস্তাবিত নামগুলোর অনুমোদন দিয়ে শিগগিরই নির্বাচন কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তারা।

বিসিবির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের প্রেক্ষিতে নির্বাচনমুখী দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছে বিসিবি।

বিসিবির বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। নাজমুল হাসান জানান, মেয়াদ শেষে রুটিনমাফিক দায়িত্ব পালন করবে বিসিবির বর্তমান কমিটি। পলিসিগত কোনো সিদ্ধান্তে আজকের পর থেকে আর যাবে না এই কমিটি।

সর্বাধিক পঠিত