• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্রীড়া পরিষদের ১৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৮:২১ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:২৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ২০১৭-১৮ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ১৪১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সভাকক্ষে অনুষ্ঠিত পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত ব্যয় ২০২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৬৬ কোটি ৭ লাখ টাকা এবং নিজস্ব উৎস থেকে ২৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়।

সর্বাধিক পঠিত