• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিসিবির নির্বাচন কমিশন গঠনের সভা আজ

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৬:২২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

বিসিবির বিশেষ সাধারণ সভায় কোনো বিরোধিতা ছাড়াই পাস হওয়া বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভাতেই নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশনই জানাবে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করার চেষ্টা করা হবে।

বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন প্রসঙ্গে এনএসসির ভারপ্রাপ্ত সচিব মো শহিদুল্লাহ জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে গঠনতন্ত্র আমাদের পাঠিয়েছে, আমরা হুবহু তাই অনুমোদন দিয়েছি। অনুমোদনের ক্ষেত্রে মহামান্য আদালতের যে দিক নির্দেশনা ছিল তা আমরা অনুসরণ করেছি।’

এদিকে এনএসসি গঠনতন্ত্র পাস করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘কাউন্সিলরদের সম্মতি নেয়ার পর আমরা এনএসসির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এনএসসি সেটা অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা কাল (আজ) জরুরি পরিচালন পরিষদের সভা ডেকেছি। সেখানে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন কখন নির্বাচন দেবে, কী কী নিয়মে হবে সেটা তারা দেখবে। তিন সদস্যের নির্বাচন কমিশন হওয়ার সম্ভাবনাই বেশি।’

এই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে যদি নির্বাচন না হয় তাহলে কী হবে, তার কোনো সঠিক নির্দেশনা নেই আইসিসির। তবে বিসিবি সভাপতি মনে করছেন, তার আগেই নির্বাচন হয়ে যাবে।

তিনি বলেন, ‘১৩ অক্টোবর নয়, আমাদের মেয়াদ শেষ হবে ১৭ অক্টোবর। ওইদিন প্রথম বোর্ড সভা হয়েছিল। আমাদের গঠনতন্ত্র তাই বলে। আমাদের সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই। যত তাড়াতাড়ি সম্ভব নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। কাল (আজ) আরও নির্দিষ্ট করে বলতে পারব। ’

এদিকে দেশের বাইরে কোনো সিরিজ হলে বিসিবি সভাপতি ও পরিচালকদের বড় একটি বহর সফরে যায়। এবার দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না তারা। নাজমুল হাসান বলেন, ‘দেশের বাইরের সিরিজে দলকে উৎসাহ দেয়ার জন্য আমি খেলা দেখতে যাই। তাদের সাহস জোগাই। এজিএম ডাকার জন্য এবার কেউ যেতে পারলাম না। খুব খারাপ লাগছে দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় তারা একা খেলছে। বোর্ডের কেউ নেই এমন কখনও হয় না পরিবেশটাও ভিন্ন। ওদের মধ্যে হয়তো ভয়ও আছে।’

তিনি বলেন, ‘৯ অক্টোবর অকল্যান্ডে যাচ্ছি আইসিসির বোর্ড মিটিংয়ে। দেশের ক্রিকেট ধ্বংস করার জন্য একটা মহল যে বারবার আইন-আদালত করছে তাতে তারা কী লাভ পাচ্ছে আমি বুঝতে পারছি না। আসলে ওদের (আইসিসির) মধ্যেও একটা বিভ্রান্তি ছড়ানোর ইচ্ছা তাদের। এ ছাড়া আমি কোনো লাভ দেখছি না। তাদের যুক্তিতে বাংলাদেশের ক্রিকেট লাভবান হলে তো আমরাও সেটা মেনে নিতাম।’