বিসিবির গঠনতন্ত্র অনুমোদন বৃহস্পতিবার নির্বাচন কমিশন গঠন
বিসিবির বিশেষ সাধারণ সভায় কোনো বিরোধিতা ছাড়াই পাস হওয়া বিসিবির সংশোধনী গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধনী গঠনতন্ত্র অনুমোদনের সঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশন গঠনের কথা জানায় এনএসসি।
বিসিবির সংশোধনী গঠনতন্ত্র অনুমোদন নিয়ে এনএসসির ভারপ্রাপ্ত সচিব মো শহিদুল্লাহ জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে গঠনতন্ত্র আমাদের পাঠিয়েছে, আমরা হুবহু তাই অনুমোদন দিয়েছি। অনুমোদনের ক্ষেত্রে মহামান্য আদালতের যে দিক নির্দেশনা ছিল তা আমরা অনুসরণ করেছি।
এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, সংশোধনী গঠনতন্ত্র অনুমোদন পাওয়ার পর আগামীকাল (বৃহস্পতিবার) এক সভায় বসবে বিসিবি। আর সেখানেই নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ক্রীড়াসংস্থাগুলোকে চিঠি দেওয়া হবে কাউন্সিলরদের নাম দেওয়ার জন্য।