দ্বিতীয় টেস্টে সবুজ উইকেট চান দু প্লেসি
পচেফস্ট্রুমের উইকেটটা একেবারেই ব্যাটিং বান্ধব ছিল। তৃতীয় দিনে এসেই উইকেটে স্পিন ধরেছে। ব্যাটিং উইকেটে বাংলাদেশকে ৩৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবুও পিচ নিয়ে সন্তুষ্ট নন ফাফ দু প্লেসি। প্রথম টেস্টের উইকেট দেখে মন খারাপ হয়েছে প্রোটিয়া অধিনায়কের। দ্বিতীয় টেস্টের আগে কিউরেটরদের কাছে সবুজ উইকেটের দাবি জানিয়ে বসলেন তিনি।
প্রথম টেস্টে ডিল এলগার, হাশিম আমলা, এইডেন মার্করামের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশকে বড় ব্যবধানেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর পরও পচেফস্ট্রুমের সেনওয়েজ পার্কের পিচ নিয়ে সন্তুষ্ট নন প্লেসিস। বাংলাদেশকে আরো বিপদে ফেলতে ব্লুমফন্টেইনের উইকেটে ঘাস রাখার প্রত্যাশা করছেন তিনি। দু প্লেসিস বলেন, প্রথম টেস্টের উইকেটের কন্ডিশন দেখে আমি সত্যিই হতাশ। আমরা যেমন উইকেট চেয়েছিলাম, কিউরেটররা সেটি শোনেননি। আশা করছি, ব্লুমফন্টেইনে পছন্দের উইকেট পাব।
প্রথম টেস্টের উইকেটের সমালোচনা করে দু প্লেসিস বলেন, বাংলাদেশের মতো দলগুলোর বিপক্ষে খেলার সময় উইকেটটা গুরুত্বপূর্ণ। নিজেদের মাঠে এই ধরনের উইকেটে খেলতে হবে, এটা ভাবিনি। এই উইকেটটা ফ্ল্যাট ছিল। এখানে স্পিন ধরেছে। চার পেসার নিয়ে মাঠে নেমে এমন উইকেট নিশ্চয় চাইবেন না আপনি। ঘরের মাঠে খেললে উইকেটটা নিজেদের মতো হওয়া উচিত। এই পিচে কেউই সুবিধা পায়নি। তবে সুখের কথা হচ্ছে, মাঠকর্মীরা উইকেটের বিষয়ে ধারণা দিয়ে বলেছিলেন, তৃতীয় বা চতুর্থ দিনে এখানে স্পিন ধরবে। সেটা হয়েছে। এ কারণে তাদের ধন্যবাদ। আগামী শুক্রবার ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।