আইসিসি র্যাংকিংয়ে মাহমুদুল্লাহ-মুমিনুলের উন্নতি
পচেফস্ট্রমে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দলে ফিরেই নিজেদের প্রমাণ করেছেন দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ।
দু’জনই তুলে নিয়েছিলেন লড়াকু ফিফটি। তার পুরস্কারও হাতেনাতে পেলেন তারা। আইসিসি র্যাংকিংয়ে তাদের উন্নতি হয়েছে।
পচেফস্ট্রম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ বলে ৭৭ রান করেন মুমিনুল। আর ১২৪ বলে ৬৬ রান করেন মাহমুদুল্লাহ। তাদের লড়াইয়ে ভর করে ফলোঅন এড়ায় বাংলাদেশ। এরই সুবাদে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে উপরে উঠে এসেছেন তারা। একধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন মুমিনুল হক। আর দুইধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন মিস্টার কুল মাহমুদউল্লাহ।
অন্যদিকে র্যাংকিংয়ের প্রথম তিন স্থান যথারীতি অক্ষত আছে। প্রথম স্থানে আছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আছেন ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট এবং কিউই সুপারস্টার কেন উইলিয়ামসন।