প্রোটিয়াদের বিপক্ষে দলে ফিরছেন নাসির
দীর্ঘদিন জাতীয় দলে ছিলেন না তিনি। সেই সময়টাতে অবশ্য বসে থাকেননি দু'দণ্ড। নিজেকে প্রমাণ করে, অনেক কাঠখড় পুড়িয়ে জায়গা করে নেন জাতীয় দলে।
তবে জাতীয় দলে তার অবস্থাটা অনেকটা আসা-যাওয়ার মতো। গত মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পান। পরে বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলেও বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে টাইগার অলরাউন্ডার নাসিরের।
দক্ষিণ আফ্রিকা সফরে তাকে না রাখার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের যুক্তি ছিল, বাউন্সি উইকেটে পরীক্ষিত নন বলেই দলে নেই নাসির।
তবে বিসিবি সূত্রের বার্তা, প্রেটিয়াদের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে নাসিরের নাম থাকার সম্ভাবনা বেশ জোরালো।
অবশ্য এক্ষেত্রে নির্বাচক, কোচসহ বিভিন্ন ফ্যাক্টরগুলো নাসিরের অনকূলে থাকতে হবে। সব ঠিক থাকলে হয়তো মাশরাফি-সাকিবদের সঙ্গী হবেন নাসির। তবে শেষ পর্যন্ত কী হয় তার জন্য অপেক্ষা ছাড়া এই মুহূর্তে অবশ্য কিছুই করার নেই।