হরতাল ডেকেছে বার্সেলোনাও
কাতালোনিয়া স্বাধীনতার দাবিতে গণভোটের পক্ষে অবস্থানকারীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে বার্সেলোনা। পুরো কাতালান জুড়ে চলা অবরোধের পক্ষে সমর্থন জানিয়ে মঙ্গলবার নিজেদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্লাবটি।
বিবৃতিতে গণতন্ত্রের পক্ষে নিজেদের সমর্থন জানিয়ে মঙ্গলবার ন্যু-ক্যাম্পের প্রবেশ মুখ বন্ধ রাখা থেকে শুরু করে খেলোয়াড়দের সবরকম প্রশিক্ষণ স্থগিত ঘোষণা করেছে বার্সা কর্তৃপক্ষ। যুবদলের খেলোয়াড়দের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে ওই বিবৃতিতে।
গণতন্ত্রের দাবিতে কাতালান জুড়ে চলা অবরোধের পক্ষে অবস্থান নিয়ে মঙ্গলবার নিজেদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে এফসি বার্সেলোনা -কাতালোনিয়া স্বাধীনতার পক্ষের সমর্থকদের পাশে থাকার কথা এভাবেই বলা হয়েছে।
সোমবার এক জরুরি সভায় সিদ্ধান্তটি নেন ক্লাব পরিচালকরা। রোববার লাস পালমাসের বিপক্ষে ন্যু-ক্যাম্পে রুদ্ধধার ম্যাচের সমালোচনাও করা হয় সভায়। দর্শকহীনভাবে ম্যাচ পরিচালনার প্রতিবাদে পদত্যাগ করেছেন বার্সার সহ-সভাপতি কার্লেস ভিলাররুবি এবং পরিচালক জর্ডি মোনেস।