• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অপ্রতিরোধ্য বার্সেলোনা

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৮:৩১
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

লুই এনরিকে চলে গেলেন, নতুন কোচ হিসেবে যোগ দিলেন এরনেস্তো ভালভারদে। কোচিং স্টাফে বদল হতে না হতেই আবার বার্সেলোনা হারালো নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা দলবদলের বিশ্বরেকর্ড গড়ে পাড়ি দিলেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। মাঠে সেটার ধাক্কা স্পষ্ট দেখা হয়ে যায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে বাজেভাবে হারের দৃশ্যে। সেই বার্সেলোনাই এখন অপ্রতিরোধ্য। টানা ৭ ম্যাচ জিতে লা লিগায় সবার ধরাছোঁয়ার বাইরে কাতালানরা। ২০০৪ সালের পর আবারও এতটা শক্তিশালীভাবে লিগ মৌসুম শুরু করেছে বার্সেলোনা।

রবিবার দর্শকশূন্য ন্যু ক্যাম্পে খেলেছে ভালভারদের দল। ঘরের মাঠে প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েও লড়াই করেছে মেসিরা। যাতে লাস পালমাসের বিপক্ষে পেয়েছে ৩-০ গোলের জয়। এই জয়ে ৭ ম্যাচ শেষে শতভাগ জয়ে বার্সেলোনার পয়েন্ট ২১, যেখানে প্রতিপক্ষের জালে ২৩বার বল জড়ানোর বিপরীতে হজম করেছে মাত্র ২ গোল।

মৌসুমের শুরুতে জয়ের দিক থেকে ২০০৪ সালে নিজেদের গড়া রেকর্ড স্পর্শ করেছে ভালভারদের বার্সেলোনা। ১৩ বছর আগে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে লা লিগার প্রথম ৭ ম্যাচ জিতেছিল কাতালানরা। তাদের এই রেকর্ড ছোঁয়ার কাছাকাছিও আসতে পারেনি কোনও প্রতিপক্ষ। দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে চলা মেসিরা পয়েন্ট টেবিলেও করছে রাজত্ব, সবচেয়ে কাছে থাকা প্রতিপক্ষের চেয়ে তারা অনেকটা এগিয়ে। বর্তমান লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে এগিয়ে আছে বার্সেলোনা ৫ পয়েন্টে।

রিয়াল বেতিস, দেপোর্তিভো আলাভেস, এস্পানিওল, গেতাফে, এইবার, জিরোনা ও লাস পালমাসের বিপক্ষে জয়ে উড়ছে বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে এটাও আলোচনা হচ্ছে, এখনও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পড়েনি বলে জয়ের ধারায় আছে ভালভারদের দল। যদিও শিগগিরই তাদের মুখোমুখি হতে হচ্ছে ‘আসল’ পরীক্ষায়। আন্তর্জাতিক ফুটবল বিরতির পর লিগের প্রথম ম্যাচেই বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ। এস্তাদিও গুয়ান্দা মেত্রোপোলিতানোর পর অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠ এস্তাদিও সান মামেসে। এই দুই ম্যাচের মাঝখানে ঘরের মাঠে আবার বার্সেলোনা মুখোমুখি হবে মালাগার। 

সূত্র: মার্কা

সর্বাধিক পঠিত