• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে নেই বেল

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৮:২২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

চোটের কারণে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের গত লা লিগা ম্যাচে ছিলেন না গ্যারেথ বেল। তার ফিটনেস নিয়ে খুব বেশি শঙ্কাও দেখেননি ক্লাব কোচ জিনেদিন জিদান। তবে কয়েকদিন পার হওয়ার পর জানা গেল, এই চোট তাকে খেলতে দিচ্ছে না বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে। ওয়েলসের জার্সিতে তার খেলা হবে না জর্জিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

রিয়ালের সঙ্গে আলোচনার পর বেলের আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করেছে ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশন। তারা নিশ্চিত করেছে, যতটা তাড়াতাড়ি আশা করা হয়েছিল তার চেয়েও বেশি সময় লাগবে এ ফরোয়ার্ডের সেরে উঠতে। তাই ‘ডি’ গ্রুপের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।

বার্নসলে স্ট্রাইকার টম ব্রাডশোকে ডাকা হয়েছে বেলের জায়গায়। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

গ্রুপের দুই নম্বরে থেকে ৬ অক্টোবর তিবলিশিতে জর্জিয়ার মুখোমুখি হবে ওয়েলস। তিনদিন পর কার্ডিফে আয়ারল্যান্ডকে স্বাগত জানাবে তারা। শীর্ষ দল সার্বিয়ার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে ওয়েলস, আর তিন নম্বরে থাকা আইরিশদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই তারা আগামী বিশ্বকাপের প্লেঅফ নিশ্চিত করতে পারবে তারা।

ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে ৯ গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি রাশিয়ার টিকিট পাবে। আর সেরা ৮ রানার্সআপ খেলবে দ্বিতীয় রাউন্ডের প্লেঅফ, যেখানে দুই লেগে খেলে এগিয়ে থাকা চার দল পাবে বিশ্বকাপের টিকিট।

সর্বাধিক পঠিত