ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন স্টার্ক
ইনজুরি কাটিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক। অ্যাশেজ সিরিজকে সামনে রেখে শুক্রবার নিউ সাউথ ওয়েলসের হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি।
গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় পায়ে চোট পেয়েছিলেন স্টার্ক। এরপর থেকে মাঠে বাইরে বাঁহাতি এই পেসার। পুনর্বাসন শেষে এখন ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তিনি। এরপর নভেম্বরে ঘরের মাঠে অ্যাশেজের আগে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলবেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার।
অজি দলের সহকারী কোচ ডেভিড স্যাকার নিশ্চিত করেছেন, শেফিল্ড শিল্ডে (অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ) স্টার্কের সঙ্গে নিজেদের ঝালিয়ে নেবেন জাতীয় দলের আর দুই পেসার জশ হ্যাজলউড আর প্যাট কামিন্সও। তিনি বলেন, ফাস্ট বোলাররা তিন ফরমেটেই খেলবেন কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে। তবে তিনটি শিল্ড ম্যাচ অস্ট্রেলিয়ার এই দলটার সবার জন্যই বেশ ভালো হবে।
স্টার্ক নিজে মনে করছেন, আসন্ন অ্যাশেজের জন্য শক্তিশালী আক্রমণভাগ আছে তাদের। এ সম্পর্কে ডেইলি টেলিগ্রাফ'কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আমাদের সত্যিই শক্তিশালী আক্রমণভাগ আছে। যদি আমি কিছু করতে না-ও পারি, প্যাট কামিন্স আছে যে ভালো বাউন্সার দিতে পারে। জশ হ্যাজলউড ধারাবাহিকভাবে লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে জানে। অ্যাশেজের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে।