• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দর্শকশূন্য মাঠেও বড় জয় বার্সেলোনার

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৪:৪৯
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট

মেসি-সুয়ারেজ-পিকেদের মতো সুপারস্টার রয়েছেন দলটিতে। হাজার ষাটেক দর্শক গলা ফাটানোর কথা ন্যু ক্যাম্পে। অথচ দেখা গেল একজন দর্শকও নেই মেসিদের খেলা দেখার জন্য। বিশ্বের সেরা ফুটবল দলটির খেলা হচ্ছে দর্শকশূন্য মাঠে। হ্যাঁ, এমনটিই হয়েছে। দাঙ্গার ভয়ে ন্যু ক্যাম্পে দর্শকদের ঢুকতে দেয়নি স্পেনের পুলিশ। দর্শক না থাকলেও বার্সেলোনার জিততে কোনো সমস্যা হয়নি। লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।

দাঙ্গার আশঙ্কায় লা লিগার বার্সা-লাস পালমাস ম্যাচে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শত শত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী পার করে দর্শকরা মাঠে ঢুকতে পারেননি। এতে বেশ কয়েকবারই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন সমর্থকরা। তাতে অবশ্য কাজ হয়নি। নির্ধারিত সময়ে শুরু হয়ে দর্শকশূন্য অবস্থাতেই শেষ হয়েছে ম্যাচটি।

শনিবার থেকে কাতালুনিয়া প্রদেশের স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত গণভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে লা লিগার বার্সেলোনা-লাস পালমাস ম্যাচটি বাতিলের দাবি ওঠে। তবে শেষ পর্যন্ত দর্শক ছাড়াই ম্যাচটি গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

লিওনেল মেসির জোড়া গোলে ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে ৪৯তম মিনিটে গোলমুখের দরজা খোলেন সার্জিও বুসকেটস। এরপর ৭০ ও ৭৭ মিনিটে মেসির জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার।