লাল-সবুজ স্কুল ড্রেস
আমার চোখে আর কখনো পড়েনি। আমি অভিভূত। লাল-সবুজ নজরে পড়লেই দেশের ইতিহাস ও ঐতিহ্য আমার হৃদয়ে ঝটকা মারে। ৫২,৭১ এর স্থির চিত্র ও গল্পগুলো চোখে ভাসে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অত্র স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন স্যারসহ স্কুলের দেশপ্রেমী সকল শিক্ষকদের প্রতি। ছাত্রীদের পড়নে লাল-সবুজ, স্কুল দেয়ালে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা। আরো আছে জাতীয় স্মৃতি সৌধ, শহীদ মিনারসহ দেশের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন প্ল্যাকার্ড ও বাণী সমূহ।
আমি বিশ্বাস করি অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে রয়েছে পূর্ণ দেশপ্রেম এবং প্রত্যাশা করি এর ধারা অব্যাহত থাকবে। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের ড্রেসেও লাল-সবুজ প্রত্যাশা করি।।
#৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহমাহমুদপুর ইউনিয়ন, সদর, চাঁদপুর।
লেখাটি চাঁদমুখ-এর সাধারণ সম্পাদক এইচএম জাকির এর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া।