• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয়ের মুকুট রোমানকে দিতে ভুল করেনি ফরিদগঞ্জবাসী -----

প্রকাশ:  ২৬ মার্চ ২০১৯, ১৭:২৬ | আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৩:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চেষ্টা হয়েছিল বঙ্গবন্ধু কন্যার দেয়া প্রতীক নৌকার প্রার্থী Zahidul Ruman কে হারিয়ে দেয়ার। কিন্তু সকল প্রতিকূলতাকে অতিক্রম করে জয় ঘরে নিলো তারুণ্যের অগ্রদুত জাহিদুল ইসলাম রোমান। হ্যাঁ বলছিলাম সাবেক ছাত্রলীগ সভাপতি রোমানের কথা। ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে দাড়িয়ে চমক দেখালো তারুণ্যের প্রতীক রোমান। শুধু জয় নয় - বিশাল ভোটের ব্যবধানে আকাশছোঁয়া জয় । নৌকা প্রতীক নিয়ে রোমান পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৩, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহম্মেদ ভঁূইয়ার (আনারস) প্রাপ্ত ভোট ৩ হাজার ১শ' ৫৩। নির্বাচনকালীন সময়ে রোমানের পথ চলায় যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ততই তরুণরা সঙ্গবদ্ধ হয়ে রোমানের পতাকা তুলে ধরেছে। প্রাক্তন আর বর্তমান মিলে মাত্র ৩১৫০। রোমান তার স্বভাবসুলভ আচরণ , জনপ্রিয়তা , সততা দিয়ে জয় করেছে ফরিদগঞ্জকে। ছাত্র রাজনীতি করেছে দীর্ঘদিন। বলতে গেলে সুনিয়ন্ত্রিত রাজনীতি। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিল দীর্ঘদিন। চাঁদপুর জেলার একজন শিক্ষক বলতে পারবেনা কাউকে কোনদিন কষ্ট দিয়ে কথা বলেছে , অন্যায় আবদার করেছে। তার বিনয়ী আচরণ দিয়ে জয় করেছে সবাইকে। শিক্ষকদের শ্রদ্ধা করেছে নিজের শিক্ষক জ্ঞানে। মানুষও তাকে উজার করে দিয়েছে। প্রত্যাশা করবো রোমানই হবে আগামী ফরিদগঞ্জের মানুষের ঠিকানা। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফরিদগঞ্জের কৃতী সন্তান, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের সর্বকনিষ্ট ছেলে জাহিদুল ইসলাম রোমান তাঁর বাবা যেমন স্বাধীন বাংলার সৃষ্টিতে ভূমিকাসহ জনপ্রতিনিধি হয়ে জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেছেন, তেমনি পিতার পদাঙ্ক অনুসরণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে তার সে পথচলা শুরু হয়েছে। তার চলার পথ কুসুমাস্তৃর্ণ হোক।

সর্বাধিক পঠিত