আপা এই হচ্ছে আহসান!!!
প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
আমি যে বাবা-মার সন্তান, যে পরিবারে আমার বেড়ে ওঠা, তা সততার প্রজ্জ্বলিত এক প্রদীপ। সে সততার রক্ত আমার শরীরেরও প্রবাহমান। তাই এই যাপিত জীবনে যেখানেই যাই, যেখানেই থাকি সৎ মানুষকে খোঁজার চেষ্টা করি। তাঁদের জন্যে সামান্যতম কিছু করতে পারাটা আমি দায়িত্ব মনে করি, এতে আমি মনে প্রশান্তি খোঁজে পাই।
ডাঃ দীপু মনি, যাঁকে কোনো বিশেষণ ছাড়া 'আপা' বললেই খুব ভালো লাগে এবং তিনি নিজেও এতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন ও আপন মনে করেন।
এই আপাকে আমার কাছ থেকে চেনা ও জানা ২০০৩ সাল থেকে। ঠিক মাস তারিখ এখন সঠিকভাবে মনে না থাকলেও ওই বছরের কোনো একদিন দীপু আপা চাঁদপুর প্রবাহ অফিসে আসেন। তখন আমি সে পত্রিকায় কর্মরত ছিলাম। আপার সাথে তখন মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলাম সাহেবের ছোট ছেলে আমার বন্ধু জাহিদুল ইসলাম রোমানও ছিলেন। রোমান তখন আপার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তার পরিচয় করিয়ে দেয়ার কয়েকটি শব্দ ছিল হুবহু এ রকম " আপা এই হচ্ছে আহসান, চাঁদপুরের খুব একজন ভালো আলেম বেগম মসজিদের সবচে' পুরানো এবং দীর্ঘসময়ের ইমাম সাহেবের ছেলে, আর আমার হচ্ছে 'চাইল্ড ফ্রেন্ড '। আমাদের সাথে পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের।" এরপর থেকেই মূলত দীপু আপার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। সে থেকে এ পর্যন্ত সম্পর্কে কোনো চিড় ধরে নি। তার কারণও আছে। এই কারণের প্রথমদিক হচ্ছে - ওই যে আমি শুরুতে বলেছিলাম আমি নিজে সততাকে লালন করায় সবসময় সবখানে একজন সৎ মানুষকে খুঁজি, সেই খোঁজার মানুষটি হচ্ছেন দীপু আপা। অর্থাৎ সেই ২০০৩ সাল থেকে এ পর্যন্ত খুব নিবিড়ভাবে তাঁকে আমার চেনার মূল্যায়ণ হচ্ছে - তিনি অসম্ভব একজন সৎ মানুষ। যে সৎ থাকাটা বর্তমান পৃথীবিতে খুবই চ্যালেঞ্জিং এবং কষ্টকর বিষয়। আর অপরটি হচ্ছে - আপার কাছে আমার ব্যক্তিগত কোনো চাহিদা বা পাওয়া না পাওয়ার বিষয় কখনো ছিলো না। তাই বড় আপা এবং ছোট ভাইয়ের সম্পর্ক এখনো অটুট রয়েছে।
এখন আমার কিছু সুহৃদ সমালোচকের কাছে আমার প্রশ্ন- একজন সৎ মানুষের কাছে থাকা, তাঁকে সমর্থন দেয়া কি দোষের? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন।