• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাধারণের কাছে একজন দীপু মনি - ‘আপা’ হয়ে উঠা -------

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
২০০৮ সাধারণ নির্বাচনে চাঁদপুর - ৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ Dipu Moni কে নৌকা প্রতীক দিয়ে পাঠালেন চাঁদপুরের মানুষের কাছে। ব্যাক্তি দীপু মনিকে চাঁদপুরের মানুষ নামে চিনতেন কিন্তু কাছ থেকে তেমন একটা দেখেননি। নির্বাচনী প্রচারণায় নেমেই তিনি নিজেকে মেলে ধরলেন চাঁদপুরের মানুষের কাছে। নিজেকে নিয়ে গেলেন চাঁদপুরের একেবারে তৃনমূল মানুষের কাছে। অতি অল্প সময়ের মধ্যেই তিনি জয় করে নিলেন সাধারণ মানুষের মন । তাঁর একক ক্যারিশমাটিক গুনে , আচার আচরণ , মানুষের প্রতি মমত্ব দেখিয়ে একেবারে আসন গেড়ে বসলেন সাধারণের মাঝে স্থায়ীভাবে। তিনি দীপু মনি থেকে হয়ে উঠলেন সবার “ আপা” হিসেবে। সেই যে তিনি সাধারণের দীপু আপা হলেন সেখান থেকে বিগত দশ বছরে তাঁকে কেউ চিচ্যুত করেনি। ডা দীপু মনির এ এগিয়ে চলা আজো অটুট রয়েছে। মহিলাদের মাঝে রয়েছে তাঁর এক ভালবাসার বন্ধন। অনেক সময় অবাক হয়ে ভাবি এ জনপদে অতীতে অনেক নেতার জন্ম হয়েছে। কেউ সাধারণের দীপু মনি হয়ে উঠতে পারেনি , সাধানের আপা হয়ে উঠতে পারেনি।আজ তিনি রিক্সা ড্রাইভার , অটো চালক , দিন মজুর , শ্রমিক , ছাত্র / ছাত্রী , ব্যবসায়ী , পেশাজীবি থেকে শুরু করে আপামর মানুষের “দীপু আপা” তিনি বিগত দশটি বছর চাঁদপুরের মানুষকে অকাতরে দিয়েছেন। চাঁদপুরকে আধুনিক চাঁদপুর হিসেবে গড়ে তুলেছেন। তাঁর কাছে চাঁদপুরের মানুষের অনেক ঋন। যে ঋন শোধবার নয়। আগামী ৩০ তারিখ যখন একটি সুযোগ এসেছে সে ঋন শোধ করবে চাঁদপুরের সাধারণ মানুষ। আপনার ভোটটি নৌকায় দিয়ে আপনাদের “আপা” কে এগিয়ে চলায় প্রেরণা দিন।

সর্বাধিক পঠিত