• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মানবতার নেত্রী ডাঃ দীপু মনির অনুরোধ

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ১৭:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
গত পরশু ২১ নভেম্বর, বুধবার সন্ধ্যায় গনভবনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য শুনবার সময় চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার একজন মনোনয়ন প্রত্যাশীর অামার বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগ এবং তার প্রেক্ষিতে মাননীয় নেত্রীর মন্তব্য সম্পর্কে কয়েকটি দৈনিক পত্রিকায় যে রিপোর্ট ছাপা হয়েছে এবং এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাপক লেখালেখি চলছে তার প্রতি অামার দৃষ্টি অাকৃষ্ট হয়েছে। পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার যে বিবরণ প্রকাশিত হয়েছে তা' সঠিক হলেও অামার বিরুদ্ধে বক্তব্যদানকারী হিসেবে যে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে তা' সঠিক নয়। অসত্য বক্তব্য দেয়া যেমন গর্হিত কাজ তেমনি একজনের অসত্য বক্তব্যের দায় অন্য কারো ওপর অারোপ করাও সঠিক নয়। সেদিন সেই মনোনয়ন প্রত্যাশীর অসত্য বক্তব্যের জবাব যেভাবে প্রানপ্রিয় নেত্রী নিজেই দিয়েছেন তা' নিশ্চয়ই তাঁর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অামার জন্য সততার বড় স্বীকৃতি। অার অামার প্রিয় নেতাকর্মী ভাইবোনেরা, অামার এলাকাবাসী এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে এ ঘটনায় অভিযোগ উত্থাপনকারীকে ধিক্কার জানিয়েছেন তা' নিশ্চয়ই একজন রাজনীতিকের জন্য বড় প্রাপ্তি। অামি বিশ্বাস করি পেশীশক্তি, কালো টাকা ও ষড়যন্ত্রের দৌরাত্ম্য কিছুদিন চলতে পারে, কিন্ত সততা, নিষ্ঠা, মানুষের ভালোবাসা অার সত্যের জয় অনিবার্য। অামার প্রিয় নেতাকর্মী ভাইবোন, শ্রদ্ধেয় এলাকাবাসী ও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে অামার বিনীত অনুরোধ, অাপনারা দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অাপনাদের পোস্টগুলো সংশোধন করবেন যেন এক ব্যাক্তির একটি মিথ্যাচারের দায় অন্য কোনো ব্যাক্তির কাঁধে না পড়ে। একই সাথে সবার প্রতি অামার বিশেষ অনুরোধ রইলো দয়া করে এধরণের মিথ্যাচার যতই গর্হিত কাজ হোক না কেন দায়ী ব্যাক্তির প্রতি প্রতিশোধমূলক কোনো অাচরন করবেন না। সততা, নিষ্ঠা যেমন রাজনীতিতে জরুরী, তেমনি ধৈর্যশীলতাও রাজনীতিতে জরুরী। অামার সমর্থনে যারা লিখেছেন, বলেছেন, ভেবেছেন, সবার প্রতি অামার অান্তরিক কৃতজ্ঞতা। অাপনাদের ভালোবাসা, শুভকামনা ও দোয়া অামার চলার পথে শক্তি অার সাহস যোগায় নিরন্তর। অাপনাদের পাশে ছিলাম, অাছি, থাকবো ইনশাআল্লাহ। অাপনাদেরও পাশে চাই সবসময়। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। সূত্র : ডাঃ দীপু মনি এমপির ফেসবুক পেজ হতর

সর্বাধিক পঠিত