চাঁদপুরের পথে পথে ---
Dipu Moni আসলেন জয় করে নিলেন হরিজনদের মন -
২০০৮ সাল জাতীয় নির্বাচনের প্রচারণা চলছে। চাঁদপুর - ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী দীপুমনি। তিনি প্রতিটি মূহূর্তে প্রতিটি ক্ষণে জয় করে চলেছেন সাধারণ মানুষকে তাঁর স্বভাব সুলভ আচরণ আর ভালবাসা দিয়ে। ঘুম থেকে উঠেই কাকডাকা ভোরে চলে যান মানুষের কাতারে। এমনই একদিন তিনি চাঁদপুর শহরের হরিজন কলোনীর উদ্দেশ্যে রওয়ান দিলেন। হরিজন সম্প্রদায়ের একটি ঘরে তিনি প্রবেশ করতে যাবেন এমন সময় একজন কর্মী তাঁকে বাঁধা দিলেন বল্লেন “ আপা এদের ঘরে যাবেন না “ । তিনি অত্যন্ত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন কেন ? কর্মী বল্লেন এদের ঘরে সাধারণ মানুষ যায় না তারা হরিজন। আপা এবার নিজেকে অনেকটা সংবরণ করে বল্লেন “ তারা কি মানুষ নয় ? তারা কি ভোটার নয় ? তারা কি এ সমাজেরই একজন নয় ? তারা কি আমাদের সেবা দিচ্ছেন না ? সর্বোপরি তারা কি এদেশের নাগরিক নয় ? সাবার আগে আমাকে তাদের কাছেই যাওয়া উচিত। এবার কর্মীটি তার ভুল বুঝতে পেরে চুপ হয়ে গেলো। অবশেষে তিনি গেলেন হরিজনদের মন জয় করলেন। তারাও আপাকে উজার করে ভালবাসার প্রতিদান দিল।
গতকাল ৬ জুলাই তিনি ৪র্থ বারের মত গেলেন তাঁর প্রিয় মানুষগুলোর কাছে। তাদের কথা শুনলেন। হরিজনরাও তাদের প্রিয় মানুষটিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হলো। কোন প্রাপ্তি নয় তারা চায় শুধু দীপু মনির ভালবাসা। এই যে মানুষের মর্যাদা দিয়ে হরিজনদের আপন করে নেবার মানসিকতা আমাদের সমাজের কজনের আছে? তাইতো তিনি দীপুমনি । চাঁদপুরের মানুষের আশ্রয়স্থল।
রতন কুমার মজুমদার এর ফেসবুক ওয়াল থেকে