জনগনের জন্য রাজনীতি করি : ডাঃ দীপু মনি এমপি
আমি একটি রাজনৈতিক পরিবারের থেকে উঠে এসেছি, রাজনৈতিক পরিবারের সদস্য। আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন রাজনীতিবিদ । বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি , বঙ্গবন্ধু কন্যার আদর্শে বিশ্বাসী। জনগনের জন্য রাজনীতি করি।
আমি এমন রাজনীতি করি না যে রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনে না। আমি এমন রাজনীতি করি না যে রাজনীতি সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থি। আমি এমন রাজনীতি করি না যে রাজনীতি প্রতিহিংসার জন্ম দেয়। আমি এমন রাজনীতি করি না যে রাজনীতি মানুষের দু:খ কষ্টের সৃষ্টি হয়। আমি আমার কর্মীদের সেই শিক্ষাই সবসময় দিয়ে আসছি। আমাকে বা আমার নাম ব্যবহার করে যদি কেউ অপরাজনীতি করে তা আমি কোনদিনই বরদাস্ত করবো না। সে যেই হোক বা আমার যত কাছের লোকই হোক। আমি আমার রাজনৈতিক কর্মীদের সবসময় বলে আসছি যে মানুষকে নিয়ে আমার রাজনীতি সবসময় তাদের দু:খে কষ্টে তাদের পাশে থেকে কাজ করতে হবে। এটাই আমার আদর্শ এটাই আমর রাজনীতির মূলমন্ত্র।
গতকাল ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে নেতা কর্মীদের উদ্দেশ্যে দেয়া চাঁদপুর - ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. Dipu Moni এমপি দেয়া বক্তব্য।
মন্তব্য : শ্রদ্ধেয় আপা আপনার এ মনোভাব আমাদের আকৃষ্ট করে অনুপ্রাণিত করে। তাইতো আপনি অন্য যেকোন রাজনীতিবিদ থেকে অনন্য আলাদা বৈশিষ্ট্যের। আপনার এ মনোভাবের কারণেই চাঁদপুরের মানুষ আপনাকে বেছে নিয়েছে তাদের প্রাণের নেত্রী হিসেবে।
সূত্র : অধ্যক্ষ রতন কুমার মজুমদারের ফেসবুক পেজ হতে