জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হলেন সিকৃবি’র খতিব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোঃ হারুন অর রশীদ জাতীয় পর্যায়ে (২০২০-২০২১) অর্থ বছরে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। তিনি ইতোপূর্বে সিলেট সদর উপজেলা, সিলেট জেলা ও সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আব্দুল হান্নান মিয়াজি এবং মাতার নাম রহিমা বেগম। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। মাওলানা হারুন অর রশীদ ১৯৯৮ সাল থেকে সিকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় তিনি পুরষ্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট পাবেন। হাফেজ মাওলানা মোঃ হারুন অর রশীদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার ও রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম শোয়েব অভিনন্দন জানিয়েছেন।