• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় গোলাম হোসেনের পক্ষে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২৩, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেনের পক্ষে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বিকেলে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার মুন্সী টাওয়ার প্রাঙ্গণে এসে এক পথসভায় মিলিত হয়। পথসভায় গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দীন, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান প্রধানিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু প্রমুখ।
পথসভায় সভাপতির বক্তব্যে মোঃ সেলিম মিয়া বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে আলহাজ্ব গোলাম হোসেনের পক্ষে আমরা ঐক্যবদ্ধ। আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে গোলাম হোসেনকে নৌকা প্রতীকে মনোনীত করার আহ্বান জানান।

 

সর্বাধিক পঠিত