শাহরাস্তিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি শনিবার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ও উত্তর ইউনিয়নে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা কামাল চৌধুরী, বিল্লাল হোসেন তুষার, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা দিদার পাটওয়ারী, একে মজুমদার পলাশ, শফিকুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র দাস মধু, কৃষক লীগের সভাপতি মোঃ জসিম উদদীন জনী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের আসল নাটের গুরু জিয়াউর রহমান। জিয়া স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন। বিএনপি এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। যখনই এদেশের মানুষ একটু শান্তির মুখ দেখে, তখনই তারা অশান্তি সৃষ্টি করে। দেশের শান্তি বিঘ্নিত হয় এমন কাজ করলে আমরা ছাড় দেবো না। আগামী নির্বাচনের জন্যে আপনারা তৈরি হোন। নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন যেনো বিএনপি-জামায়াত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস সৃষ্টি করতে না পারে। আমরাও আপনাদের সাথে আছি, আমরাও প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে যাবো। শাহরাস্তি-হাজীগঞ্জের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে এই উপজেলার আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
বক্তারা বলেন, জনসাধারণের জানমাল রক্ষার্থে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগ রাস্তায় থাকবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপির গা জ্বলে। এ জন্য তারা একের পর এক চক্রান্ত করে চলছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।