ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনে আলোচনা সভা
নৌকা প্রতীকে ভোট চাইতে প্রতিটি ঘরে ঘরে যান, মানুষকে উন্নয়নের কথা বলুন : ডাঃ হারুনুর রশিদ সাগর
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর চৌরাস্তায় কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর। তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এমন একজন প্রার্থী দিয়েছেন, যিনি স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। সাংগঠনিক দিক থেকে আমাদের সকলের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। দলের জন্যে যিনি তার জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন। যিনি দলের জন্য এতটুকু করেছেন, তারজন্য কি আমাদের কিছু করণীয় নেই? অবশ্যই আছে। আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে তাকে সম্মান দিতে হবে। সেই সম্মানটি হতে হবে বিশাল বিজয় অর্জনের মধ্য দিয়ে। তাই আপনারা নৌকা প্রতীকে ভোট চাইতে প্রতিটি ঘরে ঘরে যান। মানুষকে উন্নয়নের কথা বলুন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে দেশ কোথায় চলে গেছে। তাই সেই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে নৌকার জয়ের বিকল্প নেই।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সদস্য কামাল মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ওয়ার্ড আওয়ামী লীগের রাধাকৃষ্ণ মাঝি প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে ৯নং ওয়ার্ডের চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্র কমিটি গঠনকল্পে আরো একটি সভা অনুষ্ঠিত হয়।