ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে পথসভা
নৌকার বিজয়ই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য : ডাঃ জেআর ওয়াদুদ টিপু
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যাঁরা নিজেদের জীবন বাজি রেখে স্বাধীনতার জন্যে যুদ্ধ করেছেন, সেই আমাদের সোনালী সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্যে নৌকার কা-ারী করেছেন। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিকে এই সম্মান দেয়ার মাধ্যমে তিনি দলকে যে সম্মান করেছেন, আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার বিশাল বিজয় নিশ্চিত করার মাধ্যমে তার প্রতিদান দিতে হবে ভোটারদের। সেই লক্ষ্যে আজ থেকে আমরা মাঠে রয়েছি। নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। তাই আজ থেকে কোনো বিভেদ নয়, আমরা সকলে এক ও অভিন্ন। কারণ আমাদের প্রতীক নৌকা। নৌকার বিজয়ই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগরের পরিচালনায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দিয়েছেন। এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে বিজয়ী করা পৌরবাসীর কর্তব্য। তাঁকে বিজয়ী করা মানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা। ১৯৭১ সালে তাঁরা আমাদের জন্যে যুদ্ধ করেছেন, তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে আসুন আমরা সকলে তাকে সমর্থন দিয়ে বিজয় নিশ্চিত করি।
উক্ত মিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউছুফ গাজী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, জেলা স্কাউটস কমিশনার অজয় ভৌমিক, চাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, যুবলীগের হাজী সফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যানগণসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।