স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক আজ চাঁদপুর আসছেন
আজ ২১ আগস্ট শুক্রবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান বাবু, চাঁদপুরের কৃতী সন্তান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান রিপন, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোবাশ্বের চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ আজ চাঁদপুর আসছেন। নেতৃবৃন্দ দুপুর ১২টার মধ্যে চাঁদপুর সাকিট হাউজে উপস্থিত হয়ে চাঁদপুর শহরস্থ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে হাইমচরের উদ্দেশ্যে রওনা হবেন।
এ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ কুদ্দুসের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। বিকেলে হাইমচর উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। সভাশেষে গরিব ও দুঃস্থ নারীদের মাঝে কাপড় বিতরণ করবেন। উল্লেখিত তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোশেদ জুয়েল।