ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি-সম্বলিত ব্যানার-ফেস্টুন কে বা কারা ছিঁড়ে ফেলেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার জাতীয় শোক দিবস পালনকল্পে গৃহীত কর্মসূচির অগ্রগতি বিষয়ে কথা বলতে কার্যালয়ে আসলে এই দৃশ্য দেখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানান, বুধবার বিকেলে অফিসে আসলে দেখতে পাই কার্যালয়ের সামনে দেয়ালসহ আশপাশে সাঁটানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই আচরণ মেনে নেওয়া যায় না। অবিলম্বে এদের চিহ্নিত করতে হবে। না হলে ভবিষ্যতে এরা আরও বড় ধরনের অপকর্ম ঘটাতে পারে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গত রোববার আদালত থেকে একটি মামলায় আমিসহ নেতা-কর্মীরা জামিন নিই। সেখান থেকে অনেকেই দলীয় অফিসে আসে। তখনও এই ব্যানার ফেস্টুন ছিলো। কিন্তু গতকাল বুধবার বিকেলে এসে দেখি এগুলো নেই। একটি ফেস্টুনের ছিঁড়া অংশ দেয়ালে সাঁটানো রয়েছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি দেখে যান। আমি এই বিষয়ে থানায় জিডি করবো।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়া এস আই ফজল জানান, আওয়ামী লীগ কার্যালয়ে আসলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে ঘটনা অবহিত করেন।