বহরিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ॥ ব্যানার-ফেস্টুনে আগুন
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও মুজিববর্ষ উপলক্ষে লাগানো বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি গত ১ মার্চ রোববার দিবাগত রাত দেড়টায় বহরিয়া বাজার এলাকায় ঘটে। তবে এ ঘটনা তাদের অভ্যন্তরীণ সমস্যা বলে জানা গেছে।
৩নং ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হোসাইন বেপারী জানান, আমাকে কেউ পছন্দ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু দলের প্রধানদের ছবি সস্বলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় কার্যালয় কী দোষ করলো। আমি বহরিয়া বাজারে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন লাগাই। কিন্তু গত রোববাব রাত দেড়টায় স্থানীয় সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজার পাহারাদার জাকির ও নূরু বন্দুকসীকে হুমকি দিয়ে সরিয়ে দিয়ে রাস্তার বিভিন্ন খুঁটিতে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। পরে তারা সংঘবদ্ধ হয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে। সুমনের সাথে আরো অনেকেই ছিলো। আমি এমন নোংরা কর্মকা-ের তীব্র নিন্দা জানাই। এ ঘটানাটি যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। আমার দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।