বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনা কাজ করছেন : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন ও ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর প্রতিফলন হচ্ছে সারা বাংলাদেশের উন্নয়ন। আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি।
গত ১১ জানুয়ারি মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে মতলব নিউ হোস্টেল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাউছার হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রধান, জেলা আওয়ামী লীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, লেয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী, হানিফ চৌধুরী, ফারুক আহম্মেদ বাদল, নাসির উদ্দিন বকুল, তাফাজ্জল হোসেন, মতলব পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, মতলব পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবুল বাশার পারভেজ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন। পরে মতলবের স্থানীয় শিল্পীদের সহযোগিতায় দেওয়ান মোঃ রেজাউল করিমের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় নিউ হোস্টেল মাঠে ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশের’ মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার ও রাত ৯টায় বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।