• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুরের ৬ জন

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০১৯, ১৪:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৮১ সদস্যের কমিটির মধ্যে এখন পর্যন্ত ৭৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সাতটি পদ পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ঘোষিত এ কমিটিতে চাঁদপুরের ৬ জন রয়েছেন। তাঁরা হলেন : উপদেষ্টাম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ  কাজী মোঃ নাজিবুল্লাহ হিরু, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।