• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে আওয়ামী লীগের কর্মীসভা

শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : ডাঃ জেআর ওয়াদুদ টিপু

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়কারী চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।
গতকাল বুধবার বেলা ৩টায় আলগী উত্তর ইউনিয়ন পাটওয়ারী বাড়ি উঠোনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের প্রতীক নৌকা, মাইক ও হাঁস মার্কাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাত ধরে হাইমচরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা জনগণকে জানাতে হবে। আদর-¯েœহ-ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে হবে। শেখ হাসিনার নৌকা মার্কা হাইমচরবাসীর জন্যে আমানত। এ আমানত  হাইমচরবাসীকেই রক্ষা করতে হবে। দলের বিপদগামীদের একজন বহিষ্কৃত হয়েছেন। অন্যান্য যারা আছেন তারা যদি সংশোধন না হন তাদের জন্যও অশুভ বার্তা আসবে। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে আগামী ১৩ জানুয়ারির নির্বাচনে আবারো নৌকা, মাইক ও হাঁস মার্কাকে বিজয়ী করতে হবে।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলি মাঝি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ বেগম, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন প্রধানীয়া, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, আলগী উত্তর ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, আতিকুর রহমান পাটওয়ারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ রাজা পাটওয়ারী, সম্পাদক আলী আহমেদ দেওয়ান, নীলকমল ইউনিয়ন সভাপতি বাচ্চু মোল্লা প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।