• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনি টানা চতুর্থবারে মতো দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির টানা চতুর্থ মেয়াদে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর কেন্দ্রীয় কমিটিতে তিনি এ নিয়ে টানা পঞ্চমবার স্থান পান। প্রথমেই তিনি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা পদে অভিষিক্ত হন। যে পদে তাঁর পূর্বে ছিলেন বেগম আইভি রহমান। শোকাবহ একুশে আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভি রহমান মারা যাওয়ার পর ডাঃ দীপু মনি কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে এ পদে আসেন। এরপরের কেন্দ্রীয় কাউন্সিলে দীপু মনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারসহ টানা চতুর্থ মেয়াদে তিনি এ পদে আসীন হলেন।