• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিনে মিলাদ ও দোয়া

মনি ভাই যুবসমাজকে সুসংগঠিত করতে যুবলীগ গঠন করেন : আবু নঈম পাটোয়ারী দুলাল

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মনি ভাইয়ের কাছে যেভাবে যুবলীগ নিরাপদ ছিলো, তেমনি তাঁর ছেলের কাছে বর্তমান যুবলীগ নিরাপদ থাকবে বলে আমি মনে করি। মনি ভাই সে সময় যুবসমাজকে সুসংগঠিত করতে যুবলীগ গঠন করেন। আদর্শিক রাজনীতির জন্যে যুবসমাজের কাছে মনি ভাই ছিলেন আদর্শিক নেতা। তিনি বলেন, আদর্শভিত্তিক দল করতে হবে। দল করলে দলের সকলের প্রতি আচরণ ভালো করতে হবে। দলে কিছু লোক আছে বিরোধী দলের সমালোচনা না করে নিজ দলের বিরোধিতায় সরব থাকে, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আছে বলে আমি বিশ্বাস করি। জননেত্রী শেখ হাসিনা যুবলীগকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে কাজ করছেন।
তিনি আরো বলেন, আমাদেরকে সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। দলের জন্যে যারা নিবেদিত তাদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে। চাঁদপুরে যুবলীগ অনেক শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বেকার যুবলীগ কর্মীদের বিভিন্ন ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে তাদের বেতন প্রদান করা হবে। তাদের কাজ শুধু মানুষের সেবার কাজে এগিয়ে আসা।
পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপ্রধানে ও সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম অহ্বায়ক শিমুল হাসান শামনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, সদস্য মাইনুল হায়দার চৌধুরী, আব্দুল গণি গাজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ মোঃ হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্য স্বপন পাটওয়ারী, ১০নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অপু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জেলা, পৌর  ও সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ সরোয়ার হোসেন।