• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

২ ডিসেম্বর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। এই সম্মেলন বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান সম্মেলনের আহ্বায়ক। অনুষ্ঠানকে সফল করার জন্যে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ইতিপূর্বে কয়েকটি প্রস্তুতিমূলক সভা করেছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানিক খান ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সম্মেলনটি সুন্দরভাবে সফল করার জন্যে তিনি ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং সম্মেলনের দিন সকল নেতা-কর্মী ও সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
 উপজেলা, পৌর ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত