• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

আমাদের দলে কোন্দল নেই, সম্মেলন হবে উৎসবমুখর : মেয়র নাছির উদ্দিন আহম্মেদ

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০১৯, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, চাঁদপুরে আমাদের দলের মধ্যে কোনো ধরনের কোন্দল নেই। দলের অঙ্গ-সহযোগী সংগঠনের মাঝেও কোনো কোন্দল নেই। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে খোলা মাঠে পৌর আওয়ামী লীগের  সম্মেলন করবো। সেজন্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের সম্মেলন অতি দ্রুত শেষ করা হচ্ছে। তিনি বলেন, এই দেশের মাটি ও মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে দলটি যেভাবে এগুচ্ছে, সেজন্যে জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে হবে। তিনি আরো বলেন, পৌর আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের মূল শক্তি। মনে রাখতে হবে ত্যাগের রাজনীতি করতে হবে, ভোগের নয়। আমাদের মধ্যে সমন্বয় আছে। আমাদের বিভক্ত হওয়ার সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গড়তে       যাচাই-বাছাই করে প্রতিটি কমিটি গঠন করা হচ্ছে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, আলহাজ¦ বিল্লাল আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
ছবি-০৮